★ লক্ষ্য এবং উদ্দেশ্য
বর্তমান সময়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি । যার কারনে সাংসারিক অনেক কাজ করার সময়ও পায় না । মাঝে মাঝে মনে হয় যদি ৪৮ ঘন্টায় ১ দিন হত তাহলে কতই না ভাল হতো! বাসার সমস্থ কাজ যদি কেউ বাসায় এসে করে দিয়ে যেত তবে একটু বিশ্রাম পাওয়া যেত । আবার চতুর্দিকে খরচের পরিমানটাও বেড়েছে কিন্তু সে অনুযায়ী আয় বাড়ে নি। যদি কোথাও কেনাকাটায় কিংবা চিকিৎসা সেবায় কিছুটা ডিসকাউন্ট পাওয়া যেত তবে হয়তো কিছুটা সেভিংস করা সম্ভব হতো। সময় যত যাচ্ছে মানুষ তার প্রয়োজনীয় সেবা পাওয়ার উপায়টা আরো সহজ করে পেতে চাচ্ছে। অনলাইনে কেনাকাটার উপায় এসে এক দিকে যেমন সহজ হয়েছে আবার অন্যদিকে বিড়ম্বনা কিংবা প্রতারণার শিকারও হতে হচ্ছে । তবে পণ্য কেনাকাটার বিষয়টি সহজলভ্য হলেও, বিভিন্ন ধরণের হোম সার্ভিসগুলো এখনো সহজলভ্য হয় নি। হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া এই ধরনের সার্ভিস মূলক প্রতিষ্ঠান গড়ে উঠে নি। বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ বিবেচনায় রেখে আমরা "সকল সেবা" নামের সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠানটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি, ঘরে বসেই এক জায়গাতেই বাসা বাড়ির সকল ধরনের সেবা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে "সকল সেবা"। আপাতত, আমরা ২০ টির মত সেবা নিয়ে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, আগামী ৫ বছরের মধ্যে একটি পরিবারের প্রয়োজনীয় যাবতীয় সেবা প্রদান করা। এছাড়াও আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক কর্ম- সংস্থানের সৃষ্টি হবে যা বেকারত্ব দুরীকরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী । আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, দেশে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করা এবং দেশের প্রতিটি ঘরে ঘরে আমাদের সেবা পৌছে দেওয়া। আপাতত আমাদের সেবা শুধুমাত্র রাজশাহী শহরেই সীমাবদ্ধ থাকবে তবে অদূর ভবিষতে সারা দেশেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।
★ মেম্বারশীপের শ্রেণীবিভাগ ১। ব্রোঞ্জ- শুধুমাত্র মেডিকেল টেস্ট গুলোতে ২০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে (চুক্তিবদ্ধ প্যাথলজি এবং ডায়াগনস্টিক সেন্টার গুলোতে)। মেম্বারশীপ মূল্য ১০০০ টাকা তবে ১ম বছরের জন্য ৩০০ টাকায় মেম্বারশীপ কেনা যাবে। ২। সিলভার- এখানে শুধু প্রতিষ্ঠানের নিজেস্ব সার্ভিস সমুহে ৫% ছাড় পাওয়া যাবে। মেম্বারশীপ মূল্য ১০০০ টাকা, তবে ১ম বছরের জন্য ৫০০ টাকায় মেম্বারশীপ কেনা যাবে। ৩। গোল্ড- এখানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের ৫০ এরও অধিক ক্যাটাগরির দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ডিসকাউন্ট চুক্তি থাকবে এবং কেনাকাটায় ২০% পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। মেম্বারশীপ মূল্য ১৫০০ টাকা তবে ১ম বছরের জন্য ৭০০ টাকায় মেম্বারশীপ কেনা যাবে। ৪। প্লাটিনাম- ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড এর সমণ্বয়ে প্লাটিনাম মেম্বারশীপ। এখানে কোম্পানীর প্রস্তাবিত সকল সুবিধায় পাওয়া যাবে। মেম্বারশীপ মূল্য ৩০০০ টাকা তবে ১ম বছরের জন্য ১০০০ টাকায় মেম্বারশীপ কেনা যাবে।
★ মেম্বারশীপ কিভাবে কিনবেন ?
রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে Register এ যেয়ে নির্ধারিত ফর্ম অনুযায়ী নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে Login এ যেয়ে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। এরপর Member Type এর Buy Membership এ ক্লিক করে মেম্বারশীপ কার্ডটি সিলেক্ট করতে হবে। তারপর Request for membership এ ক্লিক করলে রিকুয়েস্টটি এপ্রুভ এর জন্য জমা হবে। কোম্পানীর বিকাশ একাউন্ট যার নম্বর 01814-544474 এই নম্বরে মেম্বারশীপের মূল্য পরিশোধ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্সে নিজের প্রোফাইলের আইডি নং কিংবা রেফারেল কোড দিতে হবে। আবেদনের পরবর্তী ৪৮ ঘন্টার মদ্ধে আপনার মেম্বারশীপ এ্যক্টিভ করা হবে যার মেয়াদ হবে মেম্বারশীপ এ্যক্টিভ হওয়ার পর থেকে ১ বছর পর্যন্ত। মেয়াদ পূর্তিতে পুনঃরায় মেম্বারশীপ ক্রয় করতে হবে।
★ মেম্বারশীপ কেন কিনবেন ?
ক) সকল প্রকার হোম সার্ভিসে ১০% মূল্যছাড় পাওয়া যাবে। খ) রাজশাহী শহরে আমাদের এনলিস্টেড প্যাথলজি কিংবা ডায়াগনস্টিক সেন্টারে সকল প্রকার প্যাথলজিক্যাল টেস্টে ২০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। গ) ভারতের ব্যাঙ্গালরে চিকিৎসা গ্রহণে যে কোন তথ্য সহায়তা বিনামূল্যে প্রদান করা হবে। ঘ) সকল সেবা'র অন্যান্য সার্ভিসে নিশ্চিত মূল্যছাড়। ঙ) মেম্বারশীপ ক্রয় করে নিজের আইডি রেফারেন্স দিয়ে নতুন মেম্বার বাড়ালে বাড়তি ইনকাম করাও সম্ভব (শর্ত প্রযোয্য)। চ) সেবা পাওয়া খুব সহয হয়ে যায় কারন আপনার ডিটেইল পূর্বে থেকেই আমাদের কাছে থাকে। ছ) প্রতি মাসে সর্বচ্চ সেবা গ্রহণকারী সেরা ৩ জন পাবেন আকর্ষণীয় পুরস্কার।